২০৮৪. বিচ্ছুরিত করি জ্যোতি সত্তাতে তোমার যখন বিঘœ-বাধা যায় মিটে সব রয়না কিছু আর গোপন। ২০৮৫. যায় ছড়িয়ে উজাল জ্যোতি দূর হয়ে যায় অন্ধকার আলো, আলো, কেবল আলো কোথাও আঁধার রয়না আর। ২০৮৬. রবির আলো যে ঘোর আঁধার পারে নাকো করতে দূর সে...
১৯১১. কাম্যটাই যদি কেবল মিষ্টি-মধুর হয় তকে কি অকাম্যগুলো তাহার থেকে নয় ? ১৯১২. হাজারটা চাঁদ ‘শোনিত প্রণ’ তাহার একেক তারা তাহার জন্য বৈধ-ভূময় বহানো খুন-ধারা। ১৯১৩. পেয়েগেছি, পেয়েগেছি, আমার খুনের দাম এবার আমি জীবন দিতে দৌড়ে চলিলাম। ১৯১৪. মরণ-মাঝেই অমর জীবন লভে আশিকগণ...
মসনবী শরীফমাওলানা জালাল উদ্দীন রূমী রহ.কাব্যানুবাদ : রূহুল আমীন খান ১৮৯১. ছ’দ গাঁথার, মাত্রা-তালের ভাবনা ভুলে যাও তুমিইতো ছ’দ আমার, আমায় শুধু চাও। ১৮৯২. কাব্য গাঁথা কী আর এমন, কেবল ওই সকল আঙ্গুর ক্ষেতের কাটার বেড়াÑ নয়কো আঙ্গুর ফল। ১৮৯৩. হরফ ধ্বনি, কথামালাÑ...
ধা রা বা হি কমসনবী শরীফমাওলানা জালাল উদ্দীন রূমী রহ.কাব্যানুবাদ : রূহুল আমীন খান ১৮৭৪. তোমায় দেখার কাঙ্খাতে মোর হৃদয় বেকারার মুক্তি প্রাব, ছাড়ব কবে এই কারাÑ সংসার। ১৮৭৫. তোতার মরণ-কারণ দারুন মর্যাদাবোধ তার কোথায় সে দিল্্ দীর্ণ যা হয় বিচ্ছেদে...
১৮৫৭. বলল : রে, মোর সখের তোতা, প্র্রাণের তোতা মোর কী হলো হায়! এমন দশা ঘটল কেন তোর ? ১৮৫৮. ফাঁকি দিয়ে চলে গেলি রে মোর গানের পাখি ! ব্যথার ব্যথি, প্র্রাণের সাথী কেমনে আমি থাকি ? ১৮৫৯. মন জুড়ান, প্র্রাণ ভুলান...
১৮২৪. প্র্রভাব তাসীর সৃষ্টি করা কাজ শুধু আল্লা’র যদ্যপ্রি তা আরোপ্রিত হয় ঘাড়ে বা’দার। ১৮২৫. যেমন : যায়েদ আমর প্ররে নিক্ষেপ্রিল শর ব্যাঘ্র সম প্রড়ল কুদে শর আমরের ’প্রর। ১৮২৬. সে যন্ত্রণায় ভুগে ভুগে করল বছর প্রার ভুগ্ছে আমর, কিন্তু খোদা ¯্রষ্টা...
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. ১৭৯১. ¯্রষ্টা তিনি সকল কিছুর মালিক বেনিয়াজ সব মোহ্তাজ তাঁহার, তিনি নন্্ কারো মোহ্তাজ। ১৭৯২. তিনি ছাড়া বিশ^মাঝে স্বয়ম্ভু কেউ নয় অন্য সবার গুরুর কাছে শিক্ষা নিতে হয়। ১৭৯৩. অজ্ঞ যদি না হও, যদি উদাস না হও মনে অশ্রæ...
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. ১৭৫৮. উঠে গেলে রূহ্্ সম্মুখে পর্দা আছে যত সঞ্জিবনী বল হবে তার ঈসা মসীর মত। ১৭৫৯. মিশ্রি সম মিষ্টি কথা বলতে যদি চাও অতি ভোজন অতি কথন বন্ধ করে দাও। ১৭৬০. ধৈর্য ধর জ্ঞানীরা খায় তিক্ত মাকাল ফল ভালবাসে...
খোদীয়ী জ্ঞানে সমৃদ্ধ পাখিদের গুণ-বৈশিষ্ট্য ১৭৩২. প্রাণ-তোতারও হাল-হকিকত মূলে এই মতন কিন্তু সে হাল বুঝতে পারে কোন্্ খানে সেই জন ? ১৭৩৩. বাহ্যরূপে হলেও সে জন তু’ছ হত শান অন্তরে সে সৈন্যসহ বাদশা সোলায়মান। ১৭৩৪. নালিশ শোকর ছাড়াই যখন দিল্্ থেকে সে কাঁদে...
অবাক বিষ্ময়ে সওদাগর বলল, প্রাণের তোতা আমার! একি অবস্থা তোমার! কিছুই তো বুঝতে পারছিনা! হি’দুস্তানী ঐ তোতা কী সংকেত দিয়ে ছিল, কী বলেছিল তোমাকে? তোতা বলল, আসলে হি’দুস্তানী ঐ তোতা মরেনি। মরার ভান করেছিল মাত্র। এবং এর দ্বারা আপনার মাধ্যমে...
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.১৬৭৬. অংশের অংশ তোমার কথাতে থাকে যদি উপকার রবেনা মূল্য কেন ‘কুলের কুল’ কথার মাঝেতে তাঁর ? ১৬৭৭. অংশের অংশ তোমর কার্যে থাকে যদি উপকার ‘কুলের কুলে’র ফায়দা কেমনে করিবে অস্বীকার ? ১৬৭৮. কথায় ফায়দা না থাকিলে তবে...
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ.১৬৫২. আত্মিকজ্ঞান হইলে হাসিল, জাগতিক বিদ্যার চর্চা ও অনুশীলনের কোন থাকে নাকো দরকার। ১৬৫৩. যুক্তিতর্ক ‘লাযেম মলযুম* মুকতাযী আর নফি’ সকল তু’ছ সে জ্যোতির পাশে লজিক ও ফিলোসফি। ১৬৫৪. চোখওয়ালা জনে রাস্তা দেখায় শতত আপন চোখ যষ্ঠি ধরার লোকের...
১৬৩২ খোদাই পারেন সকল কর্ম করিতে একই সাথে সব কিছু তার আয়াত্তাধীন, সকল তারই হাতে। ১৬৩৩. হযরত আদম আঃ এবং শয়তানের ঘটনার দৃষ্টান্ত শয়তান বলে : ‘আগওয়াইতানী’- ‘করেছ বিপথগামী তুমিই আমাকে’। ঢেকে নিজ দোষ, বলে নির্দোষ আমি। ১৬৩৪. অপর পক্ষে- আদম না...
১৫৫৭. কন্যা-রাণীকে দেখে নওশাহ্- দেখে তাকে ভিন্ জন পরন্ত শুধু বর-সাথে হয় মিলন, সম্মিলন। ১৫৫৮. রূপ-সাজ বধূ দেখায় সবাকে, মেলে সকলের সনে তবে নিরালায় মধুচন্দ্রিমা যাপে শুধু বর-কনে। ১৫৫৯. সুফীদের মাঝে ‘হালের’ ‘হালত’*৫ হয় অনেকের বটে কিন্তু ‘মকাম’ লাভের নসীব কমই সুফীর ঘটে। ১৫৬০....
মাওলানা জালাল উদ্দীন রূমী রহ. ১৫২৬. দেখাটাই সেরা গুণ মানবেরÑ বাকিটা খোলস তার আর দেখা? সে তো বন্ধুর দেখাÑ বাদ বাকি নচ্ছার। ১৫২৭. দেখেনা সখাকে, না থাকাই ভাল এমন দুই নয়ন সেই সখা থেকে দূরে থাকা ভাল যে নহে যে চিরন্তন। ১৫২৮. হৃদয় গ্রাহী...
১৪৯৮. আমাদের নফস প্রবৃত্তি অংশ ভয়াবহ দোযখের সকল অংশই করে লাভ স্বভাব বৈশিষ্ট সমগ্রের। ১৪৯৯. আল্লাহর কদমেরই শুধু শক্তি আছে নফস কে হত্যার একমাত্র ক্ষমতা তাহারই ধনুর্বাণ টানিয়া ধরার। ১৫০০. ধনুকে যোজন করা হয় কেবল সরল সোজা তীর কিš‘ সব তীরই আঁকা বাঁকা ধনুকের...
১৪৮০. সে নূরে হিম্মত এলো শক্তি হলো চরণ-বাহুর। অন্তরের নূর থেকে এই দেহ হয় বলিয়ান জেনে রেখো সার কথা ওহে ভ্রাতাগণ সকল শক্তির মূল সর্বশক্তিমান। ১৪৮১. সব কিছু মহাপ্রভু আল্লারই দান তাহারই প্রদত্ত সব ক্ষমতা ও ইজ্জত সম্মান। সে যদি না চায়...
১৪৬০. নৃত্য করে দেহটাই যখন এ মত প্রেমস্পর্শে তাঁর তখন কি হাল হয় সে পরশে চিন্ময় আত্মার ? জিজ্ঞেস করোনা তুমি তাই বর্ণনা প্রদান করা সে হালের নাই কোন শক্তি সাধ্য নাই। তদুপরি গোটা দেহ যে সময় হয়ে যায় প্রাণ...
১৩৯৭. যায় ফিরিয়া স্ব-স্বভাবে থাকেনা নিশ্চুপ মূলের মাঝে যায় ফিরে আর ধরে মূলের রূপ। ১৩৯৮. মহান প্রভুর এটা করুণা ও দয়া আল্বত ব্যাঘ্র-জেব্রা পরস্পরে হয় ভালবাসা মোহাব্বত। ১৩৯৯. যখন নিখিল বিশ্ব রোগাক্রান্ত, কয়েদী কারার বিস্ময়ের কিবা আছে একদা বিনাশ হলে তার...
১০৬৭. ছুটছে যে জন দুন্য়া পিছে কিস্মতে তার অমঙ্গল সন্ধানী যে আখেরাতের পরিণামে সেই সফল। ১০৬৮. সকল কাজই মন্দ অসার দুন্য়া ভোগের, অর্জনের সকল কাজই শুভ সাধু দুন্য়াদারি বর্জনের। ১০৬৯. দুন্য়া-কারার প্রাচীর-গায়ে ছিদ্র করা প্রশংসার মন্দ ভারি ছিদ্র-ফোকর বন্ধ করা এই কারার। ১০৭০....